পটুয়াখালীর গলাচিপায় এমভি শাথিল-১ লঞ্চডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটি ও নৌপরিবহন মন্ত্রণালয়। নৌ সংরক্ষণও পরিচলন বিভাগের পরিচালক মো. হোসেনকে প্রধান করে প্রথম কমিটি গঠিত হয়েছে। এ কমিটির সদস্য পাঁচজন। এক সদস্যবিশিষ্ট অপর কমিটিতে রয়েছেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।
আগামী সাত কার্যদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, উপজেলার কলাগাছিয়ায় এমভি শাথিল-১ নামে লঞ্চটি গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে ডুবে যায়। এ ঘটনায় আজ রবিবার সকাল পর্যন্ত ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।