পটুয়াখালী-রাঙ্গাবালী ভায়া গলাচিপা নৌরুটের কলাগাছিয়া নামক এলাকার কলাগাছিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চ এম ভি শাথিল-১ কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঘটনায় আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
লঞ্চটি নিমজ্জ্বিত হওয়ার পর ১৫ জন সাঁতরে তীরে উঠলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন যাত্রী। এর মধ্যে পরিচয় পাওয়া ৭ জনের প্রত্যেক পরিবারকে জেলা প্রসাশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহয়তা প্রদান করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত এক পুরুষের লাশের পরিচয় পাওয়া যায়নি।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে লঞ্চটি পটুয়াখালী আসার সময় পথিমধ্যে দুর্ঘটনাকবলিত হয়। জেলা প্রসাশন, ফায়ার সার্ভিসের উদ্ধারকারী একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় বরিশাল ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ১৭ জনের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান জেলা প্রসাশক অমিতাভ সরকার। এছাড়া খুলনা থেকে নৌ বাহিনীর ১০ জনের একটি দল সকাল ৯টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান জেলা প্রসাশক।
নিমজ্জিত লঞ্চটি উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছতে দুপুর গড়িয়ে যাবে বলে জানান নৌ বন্দর কর্মকর্তা মো. বদরুল আলম। তিনি জানান, ঢাকার নৌ সংরক্ষণ বিভাগের পরিচালক মোহাম্মদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সর্বশেষ উদ্ধার হওয়া লাশের নাম ঠিকানা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা গলাচিপা উপজেলা সহকারী কমীশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সায়েমুজ্জামান। নিহতরা হলেন: জেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালীর মাহেন্দ্র মিস্ত্রির পুত্র নারায়ণ চন্দ্র মিস্ত্রি (৬০), রাঙ্গাবালী উপজেলার মাঝনেতা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নিপু বেগম (৩৫), গঙ্গিপাড়া এলাকার শাহিন মিয়ার শিশু পুত্র শিফাত (৬), সেনেরহাওলা এলাকার আব্দুল মান্নানের স্ত্রী মনোয়ারা বেগম (৫০), কাঁটাখালী এলাকার রনি শরীফের শিশু কন্যা চিম্মি আক্তার (৬), একই উপজেলার কুদ্দুস হাওলাদারের স্ত্রী লুৎফা বেগম (৫৫), গলাচিপা পৌর শহরের দক্ষিণ কালিকাপুর এলাকার ছিদ্দিক মহুরীর মেয়ে রুনিয়া বেগম (২৫)। রাতে সর্বশেষ একজন পুরুষের লাশ লঞ্চের সঙ্গে আটকে থাকতে দেখা গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত রাশিদা বেগম (৪০), মিজানুর রহমান (৩৫), রেনু আক্তার লিজা (২৫), নাছিমা আক্তার (৩০), আরও এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম জানান।
লাশ উদ্ধার হওয়ার পর তাদের স্বজনরা ও নিখোঁজ যাত্রীদের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছায় তাদের কান্না ও আহাজারিতে কলাগাছিয়ার বাতাস শোকে ভারী হয়ে ওঠে।