দেশব্যাপী গণঅনশন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবে বিএনপির গণঅনশন চলছে। আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচিতে বিকেলে সংহতি জানাতে আসবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা কর্মসূচির সভাপতিত্ব করছেন।
অনশন মঞ্চে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার বিষয়ক সম্পাদক জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির, ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক প্রমুখ উপস্থিত রয়েছেন। কর্মসূচি পরিচালনা করছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম।
অনশন কর্মসূচিকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো বিশৃঙ্খলা দমনে ক্লাবের সামনের রাস্তায় ব্যাপক প্রস্তুতি রেখেছে ডিএমপি।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রবিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জেলা, উপজেলা, মহানগর পর্যায়ে এই গণঅনশন কর্মসূচি পালন করছে দলটি। বিকেল ৪টা পর্যন্ত টানা সাত ঘণ্টা এই গণঅনশন পালিত হবে।