জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ। এবার রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে। আজ রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
এর আগে সকালে মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ তাদের সমাপনী বক্তব্য পেশ করে। বক্তব্য শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখা হয়।
আসামীপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। মীর কাসেম আলীর বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে ৮ জনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে।