প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'শুধু ওষুধ নয়, অনেক সময় ডাক্তারদের হাতের ছোঁয়া, মুখের একটি কথাতেই রোগীর রোগ ভালো হয়ে যায়। আমরা চাই আপনারা সেভাবে মানুষের সেবা করবেন।'
আজ রবিবার সকালে বঙ্গুবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান অ্যান্ড সার্জন’র ১২তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা যে শপথ গ্রহণ করেছেন কর্মক্ষেত্রে তা স্মরণ করে জনগণের সেবা করবেন, সেটাই আমরা চাই। মানুষ যখন চিকিৎসকের কাছে যান তখন তারা যেনো চিকিৎসাও পান, মনে শান্তিও পান।'
সমাবর্তন অনুষ্ঠানে ৯২৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সনদ গ্রহণ করেছেন। এদের মধ্যে দেশি-বিদেশি ১৬ জন বিশেষজ্ঞকে ফেলোশিপ দেওয়া হয়েছে।
মেডিসিন ও সার্জারি বিষয়ে কৃতিত্বের সঙ্গে ফেলোশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ৬ জনেকে স্বর্ণপদক দেওয়া হয়।