জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, 'একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে, তাহলে সেই রাষ্ট্রের মানবাধিকার হুমকির সম্মুখীন হয়। দেশে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলো এ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণ।'
আজ সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এমন আশঙ্কার কথা বলেন তিনি।
ড. মিজান বলেন, 'জাতীয় মানবাধিকার কমিশন একটি সুপারিশমূলক প্রতিষ্ঠান। তাই আমরা আমাদের পক্ষ থেকে একটি আধা সরকারি পত্রের মাধ্যমে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কতিপয় সুপারিশ করেছি। সুপারিশগুলোর মধ্যে অন্যতম ছিলো কাউকে গ্রেফতার করতে হলে যিনি গ্রেফতার করতে যাবেন তার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। তাছাড়া সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। আর যখন কাউকে গ্রেফতার করা হবে তখন স্থানীয় অধিবাসীদের মধ্যে থেকে কমপক্ষে ২ জনকে সাক্ষী রেখে গ্রেফতার করতে হবে।'
ইতোমধ্যে এসব সুপারিশের একটি কার্যকর হয়েছে বলেও জানান তিনি।