বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদেও লাগাতার অবরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হরতাল পালনের কৌশল নিয়েছে। এরই অংশ হিসেবে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকে দেশের ১৪ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এর বাইরে বগুড়া ও ফেনীতেও হরতাল ডেকেছে স্থানীয় ২০ দলীয় জোট। ঢাকা ছাড়া আরো যেসব জেলায় হরতাল চলছে সেগুলো হলো নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা।
ছাত্রদল কেন্দ্রীয়ভাবে আজ যে ১৪টি জেলায় হরতাল ডেকেছে এর মধ্যে ৪টিতে একইদিনে স্থানীয় বিএনপি-ছাত্রদলও অভিন্ন কর্মসূচি দিয়েছে। এই চারটি জেলা হলো মানিকগঞ্জ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ। এছাড়া বগুড়ায় হরতালের সময়সূচি আরো ২৪ ঘণ্টা বাড়ানোর ফলে আজও সেখানে হরতাল থাকছে। এছাড়া ফেনীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এর বাইরে ঢাকা জেলা বিএনপির ডাকে আজ জেলার পাঁচটি উপজেলা দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
বিএনপি ও ২০ দল সূত্রে জানা যায়, অবরোধের সঙ্গে পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় হরতাল ডাকার কৌশল নেয়া হয়েছে। ১৮ জানুয়ারি বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতের দিন পর্যন্ত এই কৌশল চলবে। ইজতেমার পর আন্দোলন জোরদারে অবরোধের সঙ্গে ঢাকাসহ দেশব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি দেয়ার চিন্তা-ভাবনা চলছে।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশ রয়েছে। তবে ছাত্রদল ঢাকা জেলায় হরতাল ডাকলেও রাজধানীতে ডাকেনি। গতকাল ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি স্বাক্ষরিত সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবর’দ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছাত্রদল এই হরতাল কর্মসূচি পালন করবে।
অপরদিকে, গতকাল এক বিবৃতিতে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক জামায়াত। সংগঠনের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এই আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় দিতে জোট ঘোষিত মিছিল, সমাবেশ ও অবরোধ কর্মসূচি আরো বেগবান করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে হবে।
বিডি-প্রতিদিন/ ১২ জানুয়ারি ২০১৫/শরীফ