চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ২টার দিকে মেঘনা নদীর চাঁদপুর মোহনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বরিশালগামী এমভি পারাবত-৯ লঞ্চের ধাক্কায় ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চটি দুর্ঘটনা কবলিত হয়। এতে সুন্দরবন লঞ্চের ডান দিকের ৪টি কেবিন দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের মধ্যে ৮ জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল আনা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপপরিচালক মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ঘন কুয়াশায়ার জন্য এ ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, তবে লঞ্চগুলো রাতেই স্ব স্ব গন্তব্যে ঢাকা ও বরিশাল পৌঁছে গেছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৫/আহমেদ