আন্ত:জেলা কাভার্ড ভ্যান ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে নগরীর হালিশহর থানার চৌতলা এলাকায় কাভার্ড ভ্যানের ডিপো থেকে তাদের গ্রেফতার করা হয়।
তাদের কাছে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।
হালিশহর থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, পিচ্চি মাসুদকে তার দুই সহযোগী জাহাঙ্গীর ও ইসমাইলসহ গ্রেফতার করা হয়েছে। পিচ্চি মাসুদের বিরুদ্ধে হালিশহর থানায় সাতটি মামলা আছে। দুপুরে তাদের আদালতে হাজির করা হবে বলে ওসি জানান।
থানা সূত্রে জানা গেছে, পিচ্চি মাসুদের গ্রুপের লোকজন মূলত মহাসড়কে গার্মেন্টস পণ্যবোঝাই ট্রাক-কাভার্ড ভ্যান ছিনতাই ও ডাকাতি করে। তারা সংঘবদ্ধ হয়ে মহাসড়কের বিভিন্ন নির্জন পয়েন্টে অবস্থান নেয়। অস্ত্রের ভয় দেখিয়ে অথবা চালকের সঙ্গে সমঝোতা করে কাভার্ড ভ্যান আটকে পোশাক ছিনতাই করে নেয়। পরে সেগুলো খোলা বাজারে বিক্রি করে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৫/আহমেদ