বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তির’ জন্য মানহানির একটি মামলায় হাজির না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার এ আদেশ দেন। আগামী ১০ ফেব্রুয়ারি তুহিন মালিকের গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
তুহিন মালিকের বিরুদ্ধে গত ৯ ডিসেম্বর আদালতে ‘সংবিধান নিয়ে কটূক্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মানহানির’ অভিযোগ দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী।
অভিযোগে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন তিনি। তার বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে এবং বক্তব্যটি রাষ্ট্রদ্রোহমূলক বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা