সাবেক পররাষ্ট্র সচিব ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা ২৪ ঘণ্টার হরতাল ১২ ঘণ্টা কমানো হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করবে জোটটি।
আজ বুধবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এই সংশোধনীর কথা জানান। তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।
এর আগে মঙ্গলবার রাতে জোটের পক্ষে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন রিজভী।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৫/ রশিদা