প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাস্তবতা হলো আগুন নিয়ে যারা খেলতে যায় তাদের হাত আগুনেই পোড়ে। নিজেদের আগুনেই নিজেদের যে পুড়তে হয় সে ঘটনাও তো ঘটেছে।
বুধবার রাতে গণভবনে জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের শান্তি ফিরে আসুক, এদের (বিএনপির) সুমতি হোক, আর এই আগুন নিয়ে খেলা যেন তারা বন্ধ করে।
প্রধানমন্ত্রী বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন, আগামীতে হরতাল দেওয়ার জন্য। ১৫ তারিখে হরতালের কারণ ওইদিন এতিমখানার টাকা চুরির মামলার তারিখ। মামলার তারিখ দেখলেই তার (খালেদা জিয়া) মাথা খারাপ হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে রানার্স আপ হওয়ার জন্য জাতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী জাতীয় মহিলা দলের সদস্যের চেক ও উপহার সামগ্রী তুলে দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।