দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে সিলেট নগরীতে কোতোয়ালী থানার ওসির গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে শিবির নেতাকর্মীরা। জবাবে পুলিশ গুলি ছুঁড়লে শিবির নেতাকর্মীরা পালিয়ে যায়। পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলি ছোঁড়ার ঘটনায় কেউ হতাহত হননি।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর কুমারপাড়াস্থ কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালায়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়া পয়েন্ট থেকে একটি মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর কোতোয়ালী থানার ওসির নেতেৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে শিবিরের নেতাকর্মীরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশ শিবির কর্মীদের লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। পরে শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পেট্রোল বোমাটি গাড়িতে না পড়ায় কোন ক্ষতি হয়নি।
কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হরতাল সমর্থকদের মিছিলের সামনাসামনি পড়ে যাওয়ার পর মিছিলকারীরা আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে ৮ রাউন্ড গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।’
পেট্রোল বোমাটি গাড়িতে না পড়ায় কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ওসি।
এদিকে, একই সময় কুমারপাড়া উঁচা সড়ক থেকে ছাত্রদল নেতা লিটন আহমদের নেতৃত্বে একটি মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা ৫ থেকে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ২০ দলীয় জোট এই হরতাল পালন করছে।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা