হরতাল-অবরোধের মধ্যে তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদীর তীর। আজ শুক্রবার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।
ফজরের নামাজের পর ভারতের মাওলানা জামশেদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। জুমার বয়ান ও নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন। দুই পর্বের ইজতেমার প্রথমটি সম্পন্ন হয় ২৪ থেকে ২৬ জানুয়ারি।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মারা যান বগুড়ার শাহমহনপুর থানার বিরকুল্লাহ গ্রামের মৃত আজিম উ্দ্দিনের ছেলে আব্দুর রহমান (৬৫)। বুধবার রাতে লক্ষীপুর সদরের পূর্ব জামিরতলী গ্রামের মো. আব্দুল কদ্দুস (৬২) নামে এক মুসল্লি বার্ধক্যজনিত রোগে মারা যান।
বিডি-প্রতিদিনি/১৬ জানুয়ারি ২০১৫/আহমেদ