তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল আর নেই। গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টার গ্রামের বাড়ি ফেনীর পরশুরামে।
জানা য়য়, আনোয়ারুল ইকবাল দুবাইয়ে বসবাসরত তার দুই মেয়ের কাছে থাকতেন। সেখানে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তিনি ব্যায়াম করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
দুবাইয়ে অবস্থানরত প্রয়াতের স্ত্রী ডোরা আনোয়ার খবরটি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব