কক্সবাজারের চকোরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখিমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদেরকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বড়ইতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের রুমালিয়ারছড়ার মৃত মোহাম্মদ ইসমাইলের স্ত্রী কক্সবাজার কেজি স্কুলের শিক্ষিকা তাহেরা বানু ও তার গৃহকর্মী কোহিনুর আক্তার এবং মাইক্রোবাস চালক উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার আলী আকবরের ছেলে জয়নাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে বানিয়ারছড়া স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী চয়েজ পরিবহনের একটি পিকনিক বাস ও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন নিহত হয়।
এ ছাড়া এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব