বৃহস্পতিবার হরতাল চলাকালে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের হামলা, নেতাকর্মীদের নামে মামলা দায়ের এবং বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কুমিল্লায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দল। শুক্রবার বিকালে মহানগরীতে ২০দলের বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
হরতালের আওতাভূক্ত উপজেলাগুলো হচ্ছে-কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা।
মোস্তাক মিয়া বলেন, 'বৃহস্পতিবার শান্তিপূর্ণ হরতাল পালনকালে কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে নেতাকর্মীদের গুরুতর আহত করে। এছাড়াও হামলার সময়ে ভিডিও চিত্র ধারণ করার সময়ে সংবাদিক ভেবে জেলা গোয়েন্দা পুলিশের কামরুল হাসান নামে এক কনস্টেবলকে কুপিয়ে আহত করে। অথচ ওই ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ২০ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে। এর প্রতিবাদে আগামীকাল রবিবার কুমিল্লায় হরতাল পালন করবে ২০ দল।'
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৫/আহমেদ