সাংবাদিকদের ধন্যবাদ দিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্বে থাকা এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন কর্মসূচির সংবাদ প্রকাশে নিবেদিত থাকায় সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সংবাদকর্মী ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিবৃতিতে স্বাক্ষর করেন দলের সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।
বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, 'শত বাধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও বরাবরের মতো আজও (শুক্রবার) অবরোধ কর্মসূচির সংবাদ বস্তুনিষ্ঠভাবে সংগ্রহ ও প্রচার করায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গণমাধ্যমের সকল সাংবাদিক ও সংবাদ সংগ্রহের কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'
তিনি বলেন, 'অবৈধ সরকারের জুলুম-নির্যাতনের পরেও ২০ দলীয় জোটের আহ্বানে চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্ত ও সাফল্যজনকভাবে পালিত হওয়ায় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসী এবং সকল পর্যায়ের নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।'
রিজভী বলেন, 'চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্মমভাবে নিহত যুবদল নেতার রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। পাশাপাশি গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।'
তিনি বলেন, 'অবরোধ চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে পুলিশ যুবদল নেতা মতিউর রহমান হত্যা ও সারাদেশে সহস্রাধিক নেতাকর্মীকে আহত, পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার এবং প্রায় ১২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
রিজভী আরও বলেন, 'দুঃশাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন চলছে তা প্রতিহত করতে অবৈধ সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশব্যাপী তাণ্ডবলীলা শুরু করেছে। স্বতঃস্ফূর্ত অবরোধ কর্মসূচির সাফল্যে ক্ষমতাসীন গোষ্ঠী উপায় না দেখে মরণছোবল দেওয়ার যে পরিকল্পনা গ্রহণ করেছে তা জনগণের দুর্বার প্রতিরোধে খানখান হয়ে যাবে।'
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৫/আহমেদ