টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমায় আজ যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। আসর নামাজের পর লাখো মানুষের দোয়া সঙ্গে নিয়ে নতুন জীবনে পা বাড়াবেন শতাধিক দম্পতি। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার এ আয়োজন।
এদিকে আজ ফজরের নামাজের পর ভারতের মওলানা শওকত হোসেনের বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। তবে রাতে বৃষ্টি হওয়ায় ইজতেমা মাঠের আশপাশে বিভিন্ন স্থানে কিছু পানি জমে গেছে। এ কারণে ফজরের নামাজ একসঙ্গে আদায় না করে ভাগে ভাগে আদায় করেছেন মুসল্লিরা। তবে সামিয়ানায় ঢাকা ইজতেমার মূল ময়দানে তেমন কোন সমস্যা হয়নি।
শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ধর্মীয় এ মিলনমেলা। আখেরি মোনাজাত উপলক্ষে আব্দুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইজতেমা ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৫/আহমেদ