৫০তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে ৫ মুসল্লির মৃত্যু হল।
মৃত মুসল্লির নাম আজম হাওলাদার (৬৪)। তিনি বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, গতকাল মধ্যরাতে তীব্র শীত ও শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আজম হাওলাদার। টঙ্গী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আজ শনিবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা