বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, এখন জ্বালাও, পোড়াও, সন্ত্রাসের সময় নয়। এখন উন্নয়নের সময়। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে বিএনপি। যেকোন মূল্যে সকলে ঐকবদ্ধ্ হয়ে উন্নয়ন বিরোধী এই শক্তিকে রুখতে হবে।
আজ শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স ও মাস্টাসের সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মির্জা আজম বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নজিরবিহীনভাবে দেশে একসঙ্গে নতুন ১২টি মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়েছে। শুধু মেডিকেল নয় বর্তমানে দেশের উচ্চ শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচণা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হতে হবে। একইসঙ্গে দেশে বিশৃংখলা সৃষ্টিকারী অপশক্তিকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আবু জাফর শীষা, অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।