রাজনৈতিক সহিংসতায় গুরুতর আহত ফেনীর স্কুলছাত্র মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডাক্তার জুলফিকার লেনিন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অনিককে দেখতে যান। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।
প্রধানমন্ত্রী অনিকের চিকিৎসার ব্যয় বহন করবেন জানিয়ে খোকন বলেন, উন্নত চিকিৎসার জন্য অনিককে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত ৫ জানুয়ারি ফেনী শহরে পুলিশ ও বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংর্ঘষের সময় বোমায় আহত হন ফেনী পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র অনিক ও তার এক সহপাঠী। বোমায় অনিকের দুই চোখ ও কপাল গুরুতর জখম হয়। পরে তাকে ফেনী হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে অনিক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।
বিডি-প্রতিদিন/ ১৭ জানুয়ারি, ২০১৫/ রশিদা