আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ৫০তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে আজ। তীব্র শীত, তারপরও থেমে নেই আখেরি মোনাজাতে শরিক হতে আসা মুসল্লির স্রোত। ইজতেমা মাঠের চারদিকে পায়ে হেঁটে ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন। ইতোমধ্যে ইজতেমা ময়দানে স্থান না পেয়ে অনেকে ঢাকা-ময়মনসিংহ ও ময়দানের উত্তর পাশের কামারপাড়া সড়কে অবস্থান নিচ্ছেন। এখন চলছে হেদায়েতি বয়ান।
ভারতের মওলানা সা’দ বয়ান করছেন। এ বয়ানের পরপরই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মওলানা সা’দ।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ প্রাণ ধর্মপ্রাণ মুসল্লি আসছেন টঙ্গীর তুরাগ নদীর তীরে। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা বাস, ট্র্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন, লঞ্চ ও ট্রলারে করে যতটুকু সম্ভব আসছেন, এরপর শুরু পায়ে হাঁটা। সবার লক্ষ্য টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শরিক হওয়া।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৫/আহমেদ