পিলখানা হত্যা মামলায় দায়ের করা সকল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের শুনানির জন্য বিশেষ বেঞ্চটি পুনর্গঠন করা হয়েছে।
বিচারপতি মোঃ শওকত হোসাইনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চের সদস্য বিচারপতি মুস্তাফা জামান ইসলামের পরিবর্তে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারকে সদস্য করা হয়েছে। বেঞ্চের অপর সদস্য হিসেবে রয়েছেন বিচারপতি মোঃ আবু জাফর সিদ্দিকী।
আপিল শুনানির জন্য পুনর্গঠিত নতুন বেঞ্চের রোববারের (১৮ জানুয়ারি) কার্যতালিকায় রয়েছে পিলখানা হত্যা মামলাটি।
এর আগে গত ৫ জানুয়ারি এ মামলার আপিল শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন পুনর্নির্ধারণ করেন বৃহত্তর বিশেষ এ বেঞ্চ। এ মামলার পেপারবুক তৈরি করতে আরো দশ দিন সময় দিয়ে ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার, আসমিপক্ষে শামীম সরদারসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।