সহিংসতায় জড়িতদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার দুপুরে রাজধানীর সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এই নীতি বিশ্বাস করেন। তাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, যারা মানুষ খুন করে, পেট্রোল বোমা মারে, অগ্নিসংযোগ করে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এদের যেখানে পাওয়া যাবে, সেখান থেকেই প্রতিহত করতে হবে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৫/ রশিদা