রাজধানী ঢাকা শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের রাস্তায় একটি বাসে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা। আজ দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনের ১০ নম্বর গেটের কাছে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে আহত হয়েছেন ইডেন কলেজের চার শিক্ষার্থী। এদের মধ্যে সাথী আক্তার (১৯) ও যুথি আক্তার (১৯) নামে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর বাস থেকে নামার হুড়োহুড়িতে পায়ে আঘাত পেয়েছেন মাইমুনা বেগম (১৮) ও মুক্তি (১৯) নামের অপর দুই শিক্ষার্থী।
খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেয়। রোববার অবরোধের ১৫তম দিন।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ২০১৫/শরীফ