বগুড়ার শাজাহানপুর থানার বনানী মোড়ে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১০ জন। রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন হাবিবুর রহমান (৬০), ইন্তাজ আলী (৫০), আশরাফুল (৬০) ও তসলিম উদ্দিন (৬০)। তাদের সবার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াগাঙ্গিতে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, বিশ্ব ইজতেমা থেকে মুসল্লি নিয়ে ফেরা একটি বাস শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চারজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঘাতক ট্রাক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি ২০১৫/শরীফ