রাজধানীর যাত্রীবাড়ী ও খিলক্ষেত থেকে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে সংগঠনটির বাংলাদেশের প্রধান সমন্বয়কও রয়েছেন বলে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: সাখোয়াত কবির (৩৫), রবিউল ইসলাম (৩৩), আনোয়ার হোসনে ওরফে বাতেন (৩৪) ও নজরুল ইসলাম (৩৩)।
রবিবার রাতে যাত্রীবাড়ীর খানবাড়ি চৌরাস্তা মোড় ও খিলক্ষেত এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ভিডিও ক্যামেরা ও বেশকিছু জিহাদি লিফলেট উদ্ধার হয়েছে বলে থানা সূত্রে খবর।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা