মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার। তার আইনজীবী মাসুদ রানা সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল জমা দেন। কায়সারের পক্ষে আপিল বিভাগে শুনানি করবেন আইনজীবী সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ‘কায়সার বাহিনী’ গঠন করে ওই দুই জেলায় যুদ্ধাপরাধে নেতৃত্ব দেন তখনকার মুসলিম লীগ নেতা সৈয়দ কায়সার। জিয়াউর রহমানের আমলে তিনি হয়ে যান বিএনপির লোক, হুসেইন মুহাম্মদ এরশাদের সময় জাতীয় পার্টির।
গত ২৩ ডিসেম্বর বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার ৭৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার রায় ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা