দেশের বিভ্ন্নি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অপরিবর্তিত থাকবে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুই একদিনের মধ্যে পুনরায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৯ জানুয়ারি, ২০১৫/ রশিদা