আসন্ন এসএসসি পরীক্ষার সময় অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রাখলে প্রশাসন সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। নতুন বছরে ক্লাস শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে চাই। পরীক্ষার সময় সামান্যতম বাধা দেওয়ার চেষ্টা করা হলে প্রশাসন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
গত ৫ জানুয়ারি থেকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়া ‘অবরুদ্ধ’ থাকার পর সোমবার পুলিশ সরে গেলেও সন্ধ্যায় খালেদা জিয়া চলমান অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৫/আহমেদ