প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া যা করছেন তা আন্দোলন নয় জঙ্গিবাদ। আর আমরা দেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবো।
মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সময় হলে নির্বাচন হবে তার জন্য প্রস্তুতি নিন’। তিনি আরো বলেন, আপনার ভুলের খেসারত এ দেশের জনগণ দেবে না।
এসময় তিনি চলমান রাজনৈতিক সহিংসতায় নিহত ও অগ্নিদগ্ধের ঘটনার নিন্দা জানান। প্রধানমন্ত্রী সারা দেশে অগ্নিদগ্ধদের ছবিও সংসদে প্রদর্শন করেন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৫/ সালাহ উদ্দীন