অবরোধের মধ্যেই ঢাকা ও খুলনা বিভাগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল কর্মসূচি চলবে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
রাজধানীর উত্তর বাড্ডায় সকাল ৮টার দিকে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
নারায়ণগঞ্জে মিছিলের সময় আজ বুধবার সকালে বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করেছে পুলিশ।
অপরদিকে, খুলনায় ঘনকুয়াশা আর শীতের প্রকোপে ভোর থেকেই রাস্তায় মানুষ ও যানবাহনের পরিমাণ কম। তবে দূরপাল্লার যানবাহন ছাড়তে দেখা যায়নি। হরতালে নাশকতা মোকাবেলায় নগরী ও জেলায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৫/ রশিদা