পরবর্তী দুই বছরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের রেলবহরে যুক্ত হচ্ছে নতুন আরো ১২০টি ব্রডগেজ কোচ। আজ রেলপথ মন্ত্রণালয় ও ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কোচগুলোর জন্য অর্থায়ন করবে ভারত। এজন্য খরচ হবে ৯৭৫ কোটি ৯৬ লাখ টাকা।
চুক্তি অনুযায়ী, ভারতীয় প্রতিষ্ঠান রাইটস লিমিটেড আগামী ২৪ মাসের মধ্যে এসব কোচ সরবরাহ করবে। রেলের অতিরিক্ত মহাপরিচালক খলিলুর রহমান ও রাইটস লিমিটেডের নির্বাহী পরিচালক ভি কে জেইন এ চুক্তিতে সই করেন। রেলভবনে আয়োজিত এ অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক যত দ্রুত সম্ভব কোচগুলো সরবরাহের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “বিএনপি সরকারের আমলে রেল যোগাযোগ ছিল অবহেলিত, আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে রেল খাতের উন্নয়ন চলছে, বর্তমানে রেলের ৪১টি উন্নয়ন প্রকল্প চলছে।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলসচিব মনসুর আলী সিকদার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ, রাইটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব মালহোত্রা, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ