বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় মিয়ানমারের দু’টি মাছধরা ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আজ বিকাল ৫টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ পশ্চিমে সাগর থেকে ট্রলার দু’টি আটক করা হয়। ট্রলারটিতে ১৫ জন মাঝি-মাল্লা ও জেলে রয়েছেন।
সেন্টমার্টিন নৌবাহিনী ঘাটির ইনচার্জ মোস্তফা কামাল জানিয়েছেন যে, ট্রলারসহ আটকদেরকে সেন্টমার্টিনে আনা হয়েছে। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ২০১৫/শরীফ