ঢাকা ও খুলনা বিভাগে বুধবার থেকে বিএনপি ও ছাত্রদলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয়দিন আজ। সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার শাহজাদপুরে একটি ঝটিকা মিছিল করে শিবির। মিছিল থেকে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ করে তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, খুলনায় ঢিলেঢালাভাবে হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। সকাল থেকে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মহানগরীতে গতরাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ জনসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধ মামলার আসামি রয়েছেন ৩২ জন এবং বিএনপি ৬ ও জামায়াতের ২ জন কর্মী।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রশিদা