এখন থেকে ভারতীয় ভিসার জন্য অনলাইনে ফরম পূরণের পর জমা দিতে নির্ধারিত তারিখের জন্য আর অপেক্ষা করতে হবে না। যে কোনো সময় সেন্টারে গিয়ে সরাসরি তা জমা দেওয়া যাবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুধু পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে।
আজ বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) এ তথ্য জানিয়েছে। এখন থেকে ঢাকার গুলশান, মতিঝিল, ধানমণ্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি ভিসা আবেদন গ্রহণ করা হবে।
অনলাইনে ফরম পূরণ করে তা জমা দেওয়ার তারিখ পাওয়া নিয়ে বিড়ম্বনার অভিযোগ করেছেন অনেকেই। এ প্রক্রিয়া সহজ করতে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে ভারতীয় হাই কমিশন থেকে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রশিদা