প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল বর্হিবিশ্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে সকাল সাড়ে ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (এ এইচ মাহমুদ আলী), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা অভিযাগ করেন, ২০০১ সালে ‘প্রশ্নবিদ্ধ’ নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনীতিতে কালো অধ্যায় সূচনা করে। কূখ্যাত যুদ্ধাপরাধীকে (সালাউদ্দিন কাদের চৌধুরী) ও আইসির মহাসচিব পদে প্রার্থী দিয়ে তারা দেশের জন্য লজ্জা আর অবমাননা বয়ে আনে।
‘অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদারিত্বেরও অবজ্ঞা করে। জাতির পিতা হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে নিয়োগ দিয়ে তারা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সাফল্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, বন্ধুত্ব রক্ষা করে মায়ানমার ও ভারতের বিরুদ্ধে মামলা করে সমুদ্র অধিকার অর্জন একটি বিশেষ কূটনীতিক সাফল্য। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তিনি।