বিএনপি-জামায়াত একাত্তর সালের মত পাকিস্তানি কায়দায় মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। সহিংসতা বন্ধে বিএনপি নেত্রীর সুমতি হবে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ অবস্থা আর বেশি দিন চলতে দেওয়া হবে না। ধারাবাহিক মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া দিক নির্দেশনামূলক বক্তব্যে, বিদেশে বিএনপি-জামায়াতের অপপ্রচার ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি নেত্রী অহেতুক আন্দোলন করছেন। শিগগিরই এসব ধ্বংসাত্বক কার্যকলাপ বন্ধ না হলে, ব্যবস্থা নেয়ার ইঙ্গিতও দেন তিনি। জঙ্গিবাদ আর সন্ত্রাসের পক্ষে তার অবস্থান পূর্নব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কোন দেশ নেই, ধর্ম নেই। তাই জঙ্গিবাদ আর শান্তির ধর্ম ইসলামকে এক করে দেখা যাবে না। ভারতের সাথে অমীমাংসিত সীমান্ত আর তিস্তার পানিবন্টন চুক্তি খুব তাড়াতাড়ি হবে বলেও এসময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'যার যার ধর্ম সে সে পালন করবে এই পরিবেশ আমরা সৃষ্টি করেছি এবং আমরা যেই সংবিধান সংশোধন করেছি সেখানেও এর স্বীকৃতি দিয়েছি। সেদিক থেকে বাংলাদেশে সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে এবং আমরা সেই নীতিতেই বিশ্বাস করি।'
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।