বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে নাশকতায় অগ্নিদগ্ধদের দেখে ক্ষোভ প্রকাশ করে এই ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর হওয়ার ওপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, “কারণ যাই থাকুক, তার জন্য পেট্রোল বোমা মারবে কেন? সমাধানের আর কি পথ নেই?”
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ মানুষের খোঁজ-খবর নিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় স্পিকারের সঙ্গে সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সদস্য আবদুল মতিন খসরু ছিলেন।
শিরীন শারমিন বলেন, “এরা সবাই নিরীহ। জীবিকার তাগিদে তারা বের হয়েছিলেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের আক্রমণ বন্ধ হোক।”
কিভাবে বন্ধ করা যাবে- জানতে চাইলে তিনি বলেন, সমগ্র দেশের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে, উদ্যোগ নিতে হবে।
৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করেই এই অবরোধ আহ্বানের কথা বলা হলে স্পিকার নাশকতার ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, “এটা রাজনীতি হতে পারে না।”
আন্দোলনরত ২০ দলীয় জোটকে আলোচনার আহ্বান জানবেন কি না- প্রশ্ন করা হলে শিরীন শারমিন বলেন, “এই মুহূর্তে সহিংসতা, নারকীয় কার্যকলাপ বন্ধে দৃঢ় অবস্থান নিচ্ছি।”
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৫/মাহবুব