হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৮টার দিকে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের পুরাতন পৌরসভা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের বাসভবনের সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই সময়ে তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হানের বাসভবন লক্ষ্য করে মুখোশধারী দুই দুর্বৃত্ত তিনটি ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।
দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুস্কৃতকারীদের ধরতে অভিযান পরিচালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৫/সালাহ উদ্দীন/আহমেদ