মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজসহ ৬ আসামি এবং মৌলভীবাজারের রাজনগরের ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে দুই মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল।
গাইবান্ধার মামলায় প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন এবং মৌলভীবাজারের মামলায় প্রসিকিউটর শেখ মুশফিক কবির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান।
বিডি-প্রতিদিন/ ২৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন