আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নের ক্ষমতা নিজের হাতেই রেখেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে এরশাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে জমা দিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে এ নমুনাপত্রটি জমা দেন তিনি। এ সময় সিইসিসহ কোনো কমিশনার নির্বাচন কমিশনে উপস্থিত ছিলেন না।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৫/মাহবুব