আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচন ১০ দিন পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় এমপি-মন্ত্রীদের অংশগ্রহণের সুযোগ চেয়েছে দলটি।
রবিবার বেলা সোয়া ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে জাপা মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে জিয় উদ্দিন বাবলুর নেতৃত্বে জাপার ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ।
ওই প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও সাইদুর রহমান টেপা।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহবুব