জামায়াতের ডাকা হরতালের কারণে স্থগিত হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনীর (পিএসসি) বাংলা পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে।
সোমবার বেলা ১১টায় শুরু হয়ে একটানা চলবে দুপুর দেড়টা পর্যন্ত। আর এ পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এবারের পিএসসি পরীক্ষা।
এর আগে, গত সোমবার যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি। এ ঘোষণার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই দিনের পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি বাংলা পরীক্ষা স্থগিত করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৫/মাহ