জ্বালানি সচিব মো. আবুবকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জ্বালানি সচিব আবু বকর হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
জ্বালানি সচিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
২০১৪ সালের ২০ জুলাই তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সচিব হিসেবে যোগদান করেন।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ