বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মনির বাহিনীর প্রধান মনির (৩৫) ও তার সহযোগী নুর মোহম্মদ ওরফে ভোলা (৪০) নিহত হয়েছেন। সোমবার সকালে চাঁদপাই রেঞ্জের উড়ুবুনিয়া খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় দেশি-বিদেশি ১৮টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর হাসিবুল হক জানান, সুন্দরবনে নিয়মিত টহল দানকালে জেলেদের মাধ্যমে উড়ুবুনিয়া এলাকায় বনদস্যু মনির বাহিনীর সদস্যরা অবস্থান করছে জানতে পেরে র্যাব অভিযান চালায়। সকাল সাড়ে ৭ টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর বনদস্যুরা রণে ভঙ্গ দিয়ে সুন্দরবনের গহীণ অরণ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুই বনদস্যুর মৃতদেহসহ দেশি-বিদেশি ১৮টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একনলা বন্দুক পাঁচটি, সাতটি ওয়ান শুটার গান, চারটি কাঁটা রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি পয়েন্ট টুটু বোর রাইফেল, ৪০৬ রাউন্ড গুলি ও ৩৩ রাউন্ড গুলির খোসা।
নিহত বনদস্যু মনির বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী নুর মোহম্মদ ওরফে ভোলা বলে নিশ্চিত করেছে ঘটনার পর ছুটে আসা জেলেরা। নিহত বনদস্যু মনিরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ও ভোলার বাড়ির ঠিকানা জানা যায়নি। নিহত দুই বনদস্যুর লাশ ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মংলা থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৫/ এস আহমেদ