একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের ৮০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকারকে আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, এখনো সময় আছে, বিরোধী দলগুলোর সঙ্গে বসে আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান বের করুন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাজ্জাদ কাদির, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা