একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর অপরাধ স্বীকার করে নিয়েছেন। তা করে মৃত্যুদণ্ডের সাজা কমানোর আবেদন জানিয়েছেন তার আইনজীবী। নিজামীর আপিল মামলার শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপনকালে এ আরজি জানান তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
মানবতাবিরোধী অপরাধের রায়ে বিচারের সম্মুখীন কোনো জামায়াত নেতা এই প্রথম অপরাধ স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অাজ বুধবার আপিল শুনানির নবম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুক্তিতর্ক শেষ করেন আসামিপক্ষ। এরপর রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার দিন ধার্য রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম মন্তব্য করেন, 'যুদ্ধাপরাধের কোনো মামলা এই প্রথম জামায়াতের কোনো শীর্ষনেতার প্রধান আইনজীবী অপরাধ স্বীকার করে নিলেন। আর তারা মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতি পেতে আবেদন জানিয়েছেন।
নিজামীর পক্ষে করা সাজা কমানোর আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়া অাদালতের বিষয় বলে জানিয়েছেন এটর্নি জেনারেল।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ