মিয়ানমার থেকে আজ দেশে ফিরছে অবৈধভাবে বিদেশে অভিবাসন প্রত্যাশী আরো ৪৮ বাংলাদেশি। আজ বুধবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম পয়েন্ট দিয়ে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমারের ঢেকিবুনিয়ায় গেছেন কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।
প্রতিনিধি দলের পর্যবেক্ষক হিসেবে আছেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান। কক্সবাজার জেলা প্রশাসন, পররাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও দলে রয়েছেন। দুপুর ১টায় ঢেকিবুনিয়া বিজিপি ক্যাম্পে মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের পর তাদেরকে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, দেশে ফেরত আসার পর তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও যাতায়াত খরচসহ সব ধরনের সহায়তা দেবে আইওএম। এর আগে মিয়ারমারের জলসীমায় উদ্ধার হওয়াদের ভেতর থেকে ছয় দফায় ৭২৯ জন অভিবাসন প্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হয়।
বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর ২০১৫/শরীফ